Anmone Tari Chobi Ekechi

আনমনে তারই ছবি এঁকেছি
তার স্বপ্নের স্রোতে ভেসেছি
সে আমার হৃদয়ের স্পন্দন
তার চোখে আকাশকে দেখেছি

ঝরনার জল যেন আয়না
তার ছবি, তাকে খুঁজে পাই না
ঝরনার জল যেন আয়না
তার ছবি, তাকে খুঁজে পাই না
বাতাসেতে সুর বাজে বিষাদের
ভালোবাসা হারিয়েছে আকাশে

ভাঙা-গড়া খেলা খেলে
তার আশা চলে যাওয়া
আলো হয়ে, ছায়া হয়ে
লুকোচুরি খেলে যাওয়া
দাঁড়িয়ে আমি শুধু দেখেছি

আনমনে তারই ছবি এঁকেছি
তার স্বপ্নের স্রোতে ভেসেছি
সে আমার হৃদয়ের স্পন্দন
তার চোখে আকাশকে দেখেছি

রামধনুর ওই সাত রং
মনেরই ক্যানভাসে মেশালাম
আঁকলাম একটা ছবি
রামধনুর ওই সাত রং
মনেরই ক্যানভাসে মেশালাম
আঁকলাম একটা ছবি
সে যে তুমি, হ্যাঁ, তুমি

পাহাড়ের আঁকাবাঁকা সড়কে
হৃদয়ের জমে থাকা বরফে
পাহাড়ের আঁকাবাঁকা সড়কে
হৃদয়ের জমে থাকা বরফে
লিখে দিয়ে গেল কোন অজানায়
স্বাক্ষর পাহাড় আর এ বুকে

তবু থাকে পথ চাওয়া
আশা নিয়ে গান গাওয়া
কত স্মৃতি কত ছবি
আজও মনে পড়ে যাওয়া
স্বপ্নের জাল শুধু বুনেছি

আনমনে তারই ছবি এঁকেছি
তার স্বপ্নের স্রোতে ভেসেছি
সে আমার হৃদয়ের স্পন্দন
তার চোখে আকাশকে দেখেছি

আনমনে তারই ছবি এঁকেছি
তার স্বপ্নের স্রোতে ভেসেছি
সে আমার হৃদয়ের স্পন্দন
তার চোখে আকাশকে দেখেছি



Credits
Writer(s): Snehasish Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link