Rongmohol

সত্যি যদি এমন হতো
অতীত ঘুরে আগামী হতো
জন্মের আগেই মৃত্যু হতো
শুরুর আগেই শেষ হতো

ভাবছো কি পাগলের প্রলাপ?
কখনো ভেবে দেখেছো কি?

পৃথিবীর রংমহলে ঢোকার আগে
যদি চলে যেতে
পাপহীন আত্মা তোমার
আলোকিত দ্বিতীয় জীবনে

চাঁদের আকাশে, সূর্য উঠেছে
আমি ভেবে যাই গ্রহান্তরে
তারা জানে না
কি করে মিথ্যে বলতে হয়
মৃতের চোখে হাসি ফোটে
স্বপ্নের মতন সমাজে

সত্যি যদি এমন হতো
রক্তের দাগ শুকিয়ে যেতো
লোভের দেহ মুক্তি পেত
আলোকিত আঁধার হতো

ভাবছো কি পাগলের প্রলাপ?
কখনো ভেবে দেখেছো কি?

পৃথিবীর রংমহলে
ঢোকার আগে যদি চলে যেতে
পাপহীন আত্মা তোমার
আলোকিত দ্বিতীয় জীবনে



Credits
Writer(s): Ali Mohammad Moyeth, Rifat Khan
Lyrics powered by www.musixmatch.com

Link