Jete Jete Pothey

যেতে যেতে পথে ছেড়ে যাওয়া হাতে একা মন
আজও চেয়ে থাকে অকারণ
যত বলি তাকে, কে বা মনে রাখে, কী এমন
বুকে ধরে রাখে সে দহন

মুঠো খুলে দিলে আকাশ যে তার
মেঘে মিশে গেলে সে শ্রাবণ

যেতে যেতে পথে ছেড়ে যাওয়া হাতে একা মন
আজও চেয়ে থাকে অকারণ

কথা পড়ে থাকে পাথরে ফলকে
ধুলো লাগা দিক বলে যায়
ছায়া মাটি মিলে সময়ের কোলে
রোদ লেগে দিন গলে যায়

কেন এতকিছু বোঝে না এ মন?
কেন শোনে না যে সে বারণ?

যেতে যেতে পথে ছেড়ে যাওয়া হাতে একা মন
আজও চেয়ে থাকে অকারণ

বসে মুখোমুখি আমি ভুলে থাকি
ঝড় আসে, ঝড় ফিরে যায়
যতটুকু লেখা ততটুকু রাখা
এর বেশি আর কে বা পায়?

তবু দিশাহারা বেচারা এ মন
মেনে নিতে পারে না জীবন

যেতে যেতে পথে ছেড়ে যাওয়া হাতে একা মন
আজও চেয়ে থাকে অকারণ
যত বলি তাকে, কে বা মনে রাখে, কী এমন
বুকে ধরে রাখে সে দহন

মুঠো খুলে দিলে আকাশ যে তার
মেঘে মিশে গেলে সে শ্রাবণ

যেতে যেতে পথে ছেড়ে যাওয়া হাতে একা মন
আজও চেয়ে থাকে অকারণ



Credits
Writer(s): Rajiv Dutta
Lyrics powered by www.musixmatch.com

Link