Bangla Islamic Song Ami Dekhini Tomay by Kalarab Shilpigosthi 2018 Naate Rasul Sallallah

আমি দেখিনি তোমায় চোখের তারায়
তবুও তোমায় ভালবেসেছি
আমি দেখিনি তোমায় চোখের তারায়
তবুও তোমায় ভালবেসেছি
আমি দেখিনি তোমায় চোখের তারায়
তবুও তোমায় ভালবেসেছি
মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে
তোমার প্রেমে যেন পড়েছি
মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে
তোমার প্রেমে যেন পড়েছি
আমি দেখিনি তোমায় চোখের তারায়
তবুও তোমায় ভালবেসেছি

ওহুদের ময়দানে রক্ত ঝরালে
দ্বীন কায়েমের জন্য
পাথর বুকেও ফোটালে ফুল
মনুষ্য যাতে ছিলো শূন্য
ওহুদের ময়দানে রক্ত ঝরালে
দ্বীন কায়েমের জন্য
পাথর বুকেও ফোটালে ফুল
মনুষ্য যাতে ছিলো শূন্য

শত জ্বালাতন সয়েছো তুমি
সেই কাহিনী শুনে কেঁদেছি
শত জ্বালাতন সয়েছো তুমি
সেই কাহিনী শুনে কেঁদেছি
শত জ্বালাতন সয়েছো তুমি
সেই কাহিনী শুনে কেঁদেছি

হুম, মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে
তোমার প্রেমে যেন পড়েছি
মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে
তোমার প্রেমে যেন পড়েছি

দ্বারে দ্বারে ঘুরে খোদার বাণী
পৌছে দিয়েছো দিন রাত
চিনলো না তোমায় তায়েফবাসী
করলো যে শুধু আঘাত
দ্বারে দ্বারে ঘুরে খোদার বাণী
পৌছে দিয়েছো দিন রাত
চিনলো না তোমায় তায়েফবাসী
করলো যে শুধু আঘাত

তোমার পায়ের পথের ধুলি
এই চোখে সুরমা দিয়েছি
তোমার পায়ের পথের ধুলি
এই চোখে সুরমা দিয়েছি
তোমার পায়ের পথের ধুলি
এই চোখে সুরমা দিয়েছি

হুম, মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে
তোমার প্রেমে যেন পড়েছি
মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে
তোমার প্রেমের মালা গেঁথেছি
আমি দেখিনি তোমায় চোখের তারায়
তবুও তোমায় ভালবেসেছি
আমি দেখিনি তোমায় চোখের তারায়
তবুও তোমায় ভালবেসেছি
আমি দেখিনি তোমায় চোখের তারায়
তবুও তোমায় ভালবেসেছি



Credits
Writer(s): Holy Tune
Lyrics powered by www.musixmatch.com

Link