Bajlo Tomar Alor Benu

বাজলো তোমার আলোর বেণু
মাতলো রে ভুবন
বাজলো তোমার আলোর বেণু

আজ প্রভাতে
সে সুর শুনে খুলে দিনু মন

বাজলো, বাজলো
বাজলো তোমার আলোর বেণু

অন্তরে যার লুকিয়ে রাজে
অরুণ-বীণায় সে সুর বাজে
সেই আনন্দযজ্ঞে সবার মধুর আমন্ত্রণ
মাতলো রে ভুবন

বাজলো তোমার আলোর বেণু

আজ সমীরণ আলোয় পাগল
নবীন সুরের লীলায়
আজ শরতে আকাশ-বীণায়
গানের মালা বিলায়
তোমায় হারা জীবন মম
তোমারই আলোয় নিরুপম
ভোরের পাখি ওঠে গাহি
তোমারই বন্দন
মাতলো রে ভুবন

বাজলো তোমার আলোর বেণু

বাজলো তোমার আলোর বেণু



Credits
Writer(s): Bani Kumar, Pankaj Kumar Mullick
Lyrics powered by www.musixmatch.com

Link