Michael Vidyasagar Sangbad

সুদূর বিদেশে পড়ে আছি আমি, জীবন কি তবে ব্যর্থ
সুদূর বিদেশে পড়ে আছি আমি, জীবন কি তবে ব্যর্থ
বিদ্যাসাগর, বাঁচাও আমায়, পাঠাও আমাকে অর্থ
তুমি বলেছিলে আমার লেখাতে পেয়েছিলে great merit
অমিত্রাক্ষরে ভালোবাসা নিও, সহ্য হয় না দেরী

কথা দিয়ে ওরা কথা রাখবে না মানুষেরই অভ্যাসে
কথা দিয়ে ওরা কথা রাখবে না মানুষেরই অভ্যাসে
বন্ধু তোমায় বলেছি যখন, থাকবো তোমার পাশে
এই নাও কিছু হাজার পাঠাই, আরও প্রয়োজনে জানাও
এই নাও কিছু হাজার পাঠাই, আরও প্রয়োজনে জানাও
পড়া শেষ করে ব্যারিস্টারি, নতুন কাব্য শোনাও

ওরা দু'জনে ছিলো বন্ধু
ওরা দু'জনে ছিলো বন্ধু

ধন্যবাদের ভাষা খুঁজি আমি নিজের মাতৃভাষায়
ধন্যবাদের ভাষা খুঁজি আমি নিজের মাতৃভাষায়
দেশে ফিরে আমি এলাম বন্ধু তোমাদের ভালোবাসায়
অভাব আমার স্বভাবে যে ভিড, হোটেল নিয়েছি ভাড়া
আয় ভালো তবে ব্যয় আরও বেশি, আমি আবার সর্বহারা

তোমাকে বাঁচাবে এমন ক্ষমতা ক'জনার বলো আছে
তোমাকে বাঁচাবে এমন ক্ষমতা ক'জনার বলো আছে
ধার-দেনা শুধু বাড়তেই থাকে, আর ভালো লাগে না যে
আমার বাক্যে নির্ভর করে সাহায্য করে কেবল
আমার বাক্যে নির্ভর করে সাহায্য করে কেবল
তাদেরকে যেন ঠকাতে না হয়, আমার কথাও ভেবো

ওরা দু'জনে ছিলো বন্ধু
ওরা দু'জনে ছিলো বন্ধু

করুণাসিন্ধু ভাগ্য আমার, তোমাকে চিনেছি আমি
স্নেহ-মমতায় ভরা যে তোমার মনটা সবচেয়ে দামী
করুণাসিন্ধু ভাগ্য আমার, তোমাকে চিনেছি আমি
স্নেহ-মমতায় ভরা যে তোমার মনটা সবচেয়ে দামী
বন্ধু আমার, আমাকে দিয়েছো কত না সুখের দিন
সব বেচে দিয়ে শোধ করে যাবো আমার যা আছে ঋণ

যা আছে ঋণ
যা আছে ঋণ



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link