Dana Vanga Pakhi By Asif Akbar

ডানা ভাঙা পাখির মতো
আছে বুকে দুঃখ কত
তুমি তো জানলে না
তুমি তো বুঝলে না
যত কষ্ট মনে না সয়
তত কষ্ট দিয়েছো আমায়
যত কষ্ট মনে না সয়
তত কষ্ট দিয়েছো আমায়
ডানা ভাঙা পাখির মতো
আছে বুকে দুঃখ কত
তুমি তো জানলে না
আমার এ জীবন দিয়েছে ঢেঁকে
রাশি রাশি বেদনার মেঘ
তুমিও দিয়েছো ভেঙেচুরে স্বপ্ন
ছিলো সবই মিথ্যে আবেগ
আমার এ জীবন দিয়েছে ঢেঁকে
রাশি রাশি বেদনার মেঘ
তুমিও দিয়েছো ভেঙেচুরে স্বপ্ন
ছিলো সবই মিথ্যে আবেগ
যত কষ্ট মনে না সয়
তত কষ্ট দিয়েছো আমায়
যত কষ্ট মনে না সয়
তত কষ্ট দিয়েছো আমায়
ডানা ভাঙা পাখির মত
আছে বুকে দুঃখ কত
তুমি তো জানলে না
চোখ মেলে আমি যেদিকে তাকাই
দেখি মরু ধু-ধু বালুচর
যন্ত্রনা এসে করে আলিঙ্গন
ঘিরে রাখে সারা অন্তর
চোখ মেলে আমি যেদিকে তাকাই
দেখি মরু ধু-ধু বালুচর
যন্ত্রনা এসে করে আলিঙ্গন
ঘিরে রাখে সারা অন্তর
যত কষ্ট মনে না সয়
তত কষ্ট দিয়েছো আমায়
যত কষ্ট মনে না সয়
তত কষ্ট দিয়েছো আমায়
ডানা ভাঙা পাখির মতো
আছে বুকে দুঃখ কত
তুমি তো জানলে না
তুমি তো বুঝলেনা
যত কষ্ট মনে না সয়
তত কষ্ট দিয়েছো আমায়
যত কষ্ট মনে না সয়
তত কষ্ট দিয়েছো আমায়
ডানা ভাঙা পাখির মতো
আছে বুকে দুঃখ কত
তুমি তো জানলে না



Credits
Writer(s): Pradip Saha, Rajesh Ghosh
Lyrics powered by www.musixmatch.com

Link