Ke Bole Manush Morey

কে বলে মানুষ মরে?
আমি বুঝলাম না ব্যাপার
কে বলে মানুষ মরে?
মানুষ মরিলে তবে
মানুষ মরিলে তবে বিচার হবে কার?
বলো বিচার হবে কার?

কে বলে মানুষ মরে?
আমি বুঝলাম না ব্যাপার
কে বলে মানুষ মরে?

পঞ্চ আত্মা পঞ্চ রুহু
হিসাবেতে দেখতে পাই
একেতে হয় দুয়ের জনম, পরমাত্মার মরণ নাই
পরমাত্মার মরণ নাই

পঞ্চ আত্মা পঞ্চ রুহু
হিসাবেতে দেখতে পাই
একেতে হয় দুয়ের জনম, পরমাত্মার মরণ নাই
পরমাত্মার মরণ নাই

পরমাত্মার কর্ম লইয়া
জীবাত্মা যায় বিলীন হইয়া
পরমাত্মার কর্ম লইয়া
জীবাত্মা যায় বিলীন হইয়া
জন্ম-মৃত্যু নাম ধরিয়া চালাইছে কারবার
মিছে চালাইছে কারবার

কে বলে মানুষ মরে?
আমি বুঝলাম না ব্যাপার
কে বলে মানুষ মরে?

পরম থাকে নিরাকারে
খেলছে খেলা নীরেতে
জীবাত্মা জীবিত থাকে পরমাত্মার জোরেতে
পরমাত্মার জোরেতে

পরম থাকে নিরাকারে
খেলছে খেলা নীরেতে
জীবাত্মা জীবিত থাকে পরমাত্মার জোরেতে
পরমাত্মার জোরেতে

আদিশক্তি পরম যিনি
জীবদেহ চালাইছেন তিনি
আদিশক্তি পরম যিনি
জীবদেহ চালাইছেন তিনি
শক্তিবিহীন দেহখানি হইয়া যায় বেকার
ভাই রে, হইয়া যায় বেকার

কে বলে মানুষ মরে?
আমি বুঝলাম না ব্যাপার
কে বলে মানুষ মরে?

সাগর হতে পানি যেমন
নদীতে ভেসে বেড়ায়
যথায় হইতে আসে পানি
তথায় আবার চইলা যায়
তথায় পানি চইলা যায়

সাগর হতে পানি যেমন
নদীতে ভেসে বেড়ায়
যথায় হইতে আসে পানি
তথায় আবার চইলা যায়
তথায় পানি চইলা যায়

জোয়ার-ভাটায় চলে ফিরে
সাগর কিন্তু শুকায় না রে
জোয়ার-ভাটায় চলে ফিরে
সাগর কিন্তু শুকায় না রে
তেমনি মানুষ চলে ফিরে মনসুর কয় বারবার
কুট্টি মনসুর কয় বারবার

কে বলে মানুষ মরে?
আমি বুঝলাম না ব্যাপার
কে বলে মানুষ মরে?
মানুষ মরিলে তবে
মানুষ মরিলে তবে বিচার হবে কার?
বলো বিচার হবে কার?

কে বলে মানুষ মরে?
আমি বুঝলাম না ব্যাপার
কে বলে মানুষ মরে?



Credits
Writer(s): Kuti Mansur
Lyrics powered by www.musixmatch.com

Link