Priyotama (Slowed+Reverb)

এ নিশীথে অনায়াসে খেলা করে আলো-ছায়া
দূরে পথ ভেসে আছে, ডুবে গেছে আসা-যাওয়া
এ নিশীথে অনায়াসে খেলা করে আলো-ছায়া
দূরে পথ ভেসে আছে, ডুবে গেছে আসা-যাওয়া

একা হাঁটে কুহকিনী নীরবতা করতলে
অন্তবিহীন কুঁড়ি ফোটে ঝরে যাবে বলে

তোমাকেই সাজাবে বলে কোটি কথা করি জমা
আশা রাখি দেখা হবে, শুভরাত্রি, প্রিয়তমা
তোমাকেই সাজাবে বলে কোটি কথা করি জমা
আশা রাখি দেখা হবে, শুভরাত্রি, প্রিয়তমা

এ সমাধি ঘিরে জমে সমসাময়িক কোলাহল
কেঁপে ওঠে পরিচিত অপরাধী শব্দদল

একে একে ঘর ভাঙে, কাছে ডাকে জলরাশি
তুমি আছ অনুভবে, দ্রুতপায়ে সরে আসি
একে একে ঘর ভাঙে, কাছে ডাকে জলরাশি
তুমি আছ অনুভবে, দ্রুতপায়ে সরে আসি

এ আঁধারে মায়া বাড়ে, পারো যদি করো ক্ষমা
আশা রাখি দেখা হবে, শুভরাত্রি, প্রিয়তমা
এ আঁধারে মায়া বাড়ে, পারো যদি করো ক্ষমা
আশা রাখি দেখা হবে, শুভরাত্রি, প্রিয়তমা



Credits
Writer(s): Durjoy Choudhury, Ritam Sen
Lyrics powered by www.musixmatch.com

Link