Safar

সফর সফর শহর শহর রোজানা
সময় কখন কোথায় দাঁড়ায় অজানা
জীবনের প্রতি পাঠে একা একা চলি পথে
আর চলে আসমান
আসমানী রঙে ডুবে অনুরাগে অনুভবে খোঁজে পাই মেহেরবান

সবুজে হৃদয় কভু করেছি সজিব
কভু কিছু হারিয়ে চিনেছি জীবন
হাজার চোখে চোখ রেখে দেখেছি
জীবনে সাদাকালো কত আয়োজন
জনম জনম কদম কদম এই চলা থামে না
মুঠোয় ভরে কুড়াই কিছু হয়তো বা কিছুনা
জীবনের প্রলোভনে আমি চলি প্রতিক্ষনে
আর চলে আসমান
আসমানী রঙে ডুবে অনুরাগে অনুভবে যাকে পাই মেহেরবাহ

মলাটে আঁকা কিবা কাগুজে ফুলে
চুপিসারে করেছি জীবনের তালাশ
সুখের ঘরে দুখ পোষে বুঝেছি
আসলে জীবন মানে নেই কিছু খাস
পাওয়ার প্রয়াস প্রাণের আভাস ছলনা
মায়ার বাঁধন সুহৃদ স্বজন ঠিকানা রবেনা
জীবনের অবারিত খোলা পথে একা চলি
আর চলে আসমান
আসমানী রঙে ডুবে অনুরাগে অনুভবে
সাথী পাই মেহেরবান



Credits
Writer(s): Ahmod Abdullah
Lyrics powered by www.musixmatch.com

Link