Bar Elo Barite

বর এলো বাড়িতে, চড়ে ঘোড়ার গাড়িতে
চল যাই, চল বরণ করে আনি ঘরেতে
চল যাই, চল বরণ করে আনি ঘরেতে
মোরা আনি ঘরেতে, মোরা আনি ঘরেতে

বর এলো বাড়িতে, চড়ে ঘোড়ার গাড়িতে
চল যাই, চল বরণ করে আনি ঘরেতে
চল যাই, চল বরণ করে আনি ঘরেতে
মোরা আনি ঘরেতে, মোরা আনি ঘরেতে

বরটা দেখি লাজুক ভারি, ভাজা মাছ উল্টাতে না'রি
বরটা দেখি লাজুক ভারি, ভাজা মাছ উল্টাতে না'রি
গোফের তলে মুচকি হাসি, পারি না ভাব বুঝিতে

কয় না কথা চিমটি দিলে, দেবো নাকি কানটি মলে
কয় না কথা চিমটি দিলে, দেবো নাকি কানটি মলে
ওস্তাদের মার শেষ রাতে তাই কি ভাবে মনেতে

বর এলো বাড়িতে, চড়ে ঘোড়ার গাড়িতে
চল যাই, চল বরণ করে আনি ঘরেতে
চল যাই, চল বরণ করে আনি ঘরেতে
মোরা আনি ঘরেতে, মোরা আনি ঘরেতে

বর এলো বাড়িতে, চড়ে ঘোড়ার গাড়িতে
চল যাই, চল বরণ করে আনি ঘরেতে
চল যাই, চল বরণ করে আনি ঘরেতে
মোরা আনি ঘরেতে, মোরা আনি ঘরেতে



Credits
Writer(s): Chandrakanta Nandy, Paritosh Roy
Lyrics powered by www.musixmatch.com

Link