Roopkathar Kobita

উড়ছে বিকেল ঘুড়ি
নীলচে সাদা খামে
জমছে ভালোবাসা
তোর ওই ডাকনামে
ধীরে ধীরে হারাবে কি না বল
পথের বাঁকে?

তুই হাসলে হাজার পরী
নেমে আসে মাঝরাতে
জলছবি এঁকে তাই
অজানায় হেঁটে যাই
পাগল আমি আমার মাঝে তোকে
খুঁজে বেড়াই

তাই স্বপ্ন দু'চোখে রাখি
তোর ইশারায় নাকি
উড়তে বসে এ শহর

আয় না তোর চোখে লিখি এক
রূপকথার কবিতা
আয় না তোর ঠোঁটে আঁকি দেখ
সেই উষ্ণ ছবিটা

তোরই ছায়াতে ডুবে যাওয়াতে
আশকারা দিবি, বল?
আমারও ইচ্ছেগুলো চুপি চুপি
করছে কোলাহল
কেন দূরে, আরো দূরে
কানে কানে, সুরে সুরে
মিছিমিছি চলাচল?

তুই হাসলে হাজার পরী
নেমে আসে মাঝরাতে
জলছবি এঁকে তাই
অজানায় হেঁটে যাই
পাগল আমি আমার মাঝে তোকে
খুঁজে বেড়াই

তাই স্বপ্ন দু'চোখে রাখি
তোর ইশারায় নাকি
উড়তে বসে এ শহর

আয় না তোর চোখে লিখি এক
রূপকথার কবিতা
আয় না তোর ঠোঁটে আঁকি দেখ
সেই উষ্ণ ছবিটা



Credits
Writer(s): Dipesh Chokroborty
Lyrics powered by www.musixmatch.com

Link