Suto Kata Ghuri

তুমি মাখো জোছনা গায়ে বারান্দাতে বসে
আমি ডুবি অন্ধকারে আমার কপাল দোষে
তুমি মাখো জোছনা গায়ে বারান্দাতে বসে
আমি ডুবি অন্ধকারে আমার কপাল দোষে

তুমি ওড়ো হাওয়ায় হাওয়ায়, নাটাই ধরে তোমার
সুতো কাটা ঘুড়ি আমি, নেই ঠিকানা আমার
নেই ঠিকানা আমার

তুমি মাখো জোছনা গায়ে বারান্দাতে বসে
আমি ডুবি অন্ধকারে আমার কপাল দোষে

নেই খালি ওই আকাশ তোমার, হই তবুও চিল
আমি অবুঝ অমিলেতেই খুঁজি শুধু মিল
নেই খালি ওই আকাশ তোমার, হই তবুও চিল
আমি অবুঝ অমিলেতেই খুঁজি শুধু মিল

বুঝ হবে না অবুঝ আমার কোনোদিনও আর
সুতো কাটা ঘুড়ি আমি, নেই ঠিকানা আমার
নেই ঠিকানা আমার

তুমি মাখো জোছনা গায়ে বারান্দাতে বসে
আমি ডুবি অন্ধকারে আমার কপাল দোষে

আমি খুঁজি তোমার হাতে আজও প্রেমের ফুল
সারাজীবন তুমি শুধু খুঁজলে আমার ভুল
আমি খুঁজি তোমার হাতে আজও প্রেমের ফুল
সারাজীবন তুমি শুধু খুঁজলে আমার ভুল

তাই হলো না তোমায় পাওয়া, চাওয়া হলো সার
সুতো কাটা ঘুড়ি আমি, নেই ঠিকানা আমার
নেই ঠিকানা আমার

তুমি মাখো জোছনা গায়ে বারান্দাতে বসে
আমি ডুবি অন্ধকারে আমার কপাল দোষে
তুমি মাখো জোছনা গায়ে বারান্দাতে বসে
আমি ডুবি অন্ধকারে আমার কপাল দোষে

তুমি উড়ো হাওয়ায় হাওয়ায়, নাটাই ধরে তোমার
সুতো কাটা ঘুড়ি আমি, নেই ঠিকানা আমার
নেই ঠিকানা আমার

তুমি মাখো জোছনা গায়ে বারান্দাতে বসে
আমি ডুবি অন্ধকারে আমার কপাল দোষে
তুমি মাখো জোছনা গায়ে বারান্দাতে বসে
আমি ডুবি অন্ধকারে আমার কপাল দোষে



Credits
Writer(s): Mohidul Hasan Mon
Lyrics powered by www.musixmatch.com

Link