Amay Shikiye De Maa

আমায় শিখিয়ে দে, মা, শিখিয়ে দে, মা
কালি নামের বর্ণমালা
আমায় শিখিয়ে দে, মা, শিখিয়ে দে, মা
কালি নামের বর্ণমালা
যে বইয়ের পাতায়-পাতায়-
যে বইয়ের পাতায়-পাতায় খুঁজে পাব কালি তারা
আমায় শিখিয়ে দে, মা, শিখিয়ে দে, মা
কালি নামের বর্ণমালা

খুব ইচ্ছে করে জানতে, মা গো
খুব ইচ্ছে করে জানতে, মা গো, কেমন তুমি দেখতে
এমন নিখুঁত-নিপুণ সৃষ্টি যাহার, জ্ঞানদাত্রী কে সে?
খুব ইচ্ছে করে জানতে, মা গো, কেমন তুমি দেখতে
এমন নিখুঁত-নিপুণ সৃষ্টি যাহার, জ্ঞানদাত্রী কে সে?

আমার হৃদয়মাঝে খুলে দে, মা
ও মা, আমার হৃদয় মাঝে খুলে দে, মা, মহাযোগের পাঠশালা

আমায় শিখিয়ে দে, মা, শিখিয়ে দে, মা
কালি নামের বর্ণমালা
যে বইয়ের পাতায়-পাতায়-
যে বইয়ের পাতায়-পাতায় খুঁজে পাব কালি তারা
আমায় শিখিয়ে দে, মা, শিখিয়ে দে, মা
কালি নামের বর্ণমালা

এসেছি বিশ্ববিদ্যালয়
এসেছি বিশ্ববিদ্যালয়, জানি না বর্ণপরিচয়
শিক্ষা দিতেই শিবকে করো গুরু মহাশয়
এসেছি বিশ্ববিদ্যালয়, জানি না বর্ণপরিচয়
শিক্ষা দিতেই শিবকে করো গুরু মহাশয়

যুক্তি করে ধরব তোর এ-
ও মা, ওরে, যুক্তি করে ধরব তোর এ সকল ছলাকলা

আমায় শিখিয়ে দে, মা, শিখিয়ে দে, মা
কালি নামের বর্ণমালা
যে বইয়ের পাতায়-পাতায়-
যে বইয়ের পাতায়-পাতায় খুঁজে পাব কালি তারা
আমায় শিখিয়ে দে, মা, শিখিয়ে দে, মা
কালি নামের বর্ণমালা

আমায় শিখিয়ে দে, মা, শিখিয়ে দে, মা
কালি নামের বর্ণমালা
আমায় শিখিয়ে দে, মা, শিখিয়ে দে, মা
কালি নামের বর্ণমালা



Credits
Writer(s): Ashok Bhadra
Lyrics powered by www.musixmatch.com

Link