Beporwa Hawa

বেপরোয়া কোনো হাওয়া হয়ে তার আসা যাওয়া
আমার হাতে শুধু পেন্সিল, আর থাকে পথ চাওয়া
বেপরোয়া কোনো হাওয়া হয়ে তার আসা যাওয়া
আমার হাতে শুধু পেন্সিল, আর থাকে পথ চাওয়া

তার নেই কোনো ভাবনা
সে মেলেই আছে পাখনা
আমি ভেবে কুল পাই না
মন বলে, "আর চাই না"
এ তো যেন দিনে-রাতে
এনামেল ওঠা দাঁতে
ঠান্ডা-গরম কিছু খাওয়া

বেপরোয়া হাওয়া হয়ে তার আসা যাওয়া
আমার হাতে শুধু পেন্সিল, আর থাকে পথ চাওয়া

নীল নীল আকাশে তার বাস, ঠিক যেন পাখি
আমি তার সাথে ওড়ার ভয়ে মন লুকিয়ে রাখি

নীল নীল আকাশে তার বাস, ঠিক যেন পাখি
আমি তার সাথে ওড়ার ভয়ে মন লুকিয়ে রাখি

তার নেই কোনো ভাবনা
সে মেলেই আছে পাখনা
আমি ভেবে কুল পাই না
মন বলে, "আর চাই না"
হাল আমার ভ্যাবাচ্যাকা
ভিড়তে না হয়ে একা
বাংলা ব্যান্ডে গান গাওয়া

বেপরোয়া হাওয়া হয়ে তার আসা যাওয়া
আমার হাতে শুধু পেন্সিল, আর থাকে পথ চাওয়া

দিন দিন প্রতিদিন কাটে তার ভাবনায়
আমার বেবাক এ হাল দেখে সূর্য অস্তে যায়

দিন দিন প্রতিদিন কাটে তার ভাবনায়
আমার বেবাক এ হাল দেখে সূর্য অস্তে যায়

তার নেই কোনো ভাবনা
সে মেলেই আছে পাখনা
আমি ভেবে কুল পাই না
মন বলে, "আর চাই না"
হাল আমার গেছে ঘেঁটে
যেন রোদে রোদে হেঁটে
লটারিতে কোটি টাকা পাওয়া

বেপরোয়া হাওয়া হয়ে তার আসা যাওয়া
আমার হাতে শুধু পেন্সিল, আর থাকে পথ চাওয়া



Credits
Writer(s): Nachiketa Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link