Swpone Dohe Chhinu

স্বপনে দোঁহে ছিনু কী মোহে জাগার বেলা হল
যাবার আগে শেষ কথাটি বোলো, বোলো
স্বপনে দোঁহে ছিনু কী মোহে জাগার বেলা হল

ফিরিয়া চেয়ে এমন কিছু দিয়ো
বেদনা হবে পরমরমণীয়
আমার মনে রহিবে নিরবধি
বিদায়খনে খনেক তরে যদি
সজল আঁখি তোলো
যাবার আগে শেষ কথাটি বোলো, বোলো

স্বপনে দোঁহে ছিনু কী মোহে জাগার বেলা হল

নিমেষহারা এ শুকতারা এমনি উষাকালে
উঠিবে দূরে বিরহাকাশভালে
নিমেষহারা এ শুকতারা এমনি উষাকালে
উঠিবে দূরে বিরহাকাশভালে

রজনীশেষে এই যে শেষ কাঁদা
বীণার তারে পড়িল তাহা বাঁধা
হারানো মণি স্বপনে গাঁথা রবে
হে বিরহিণী, আপন হাতে তবে বিদায়দ্বার খোলো
যাবার আগে শেষ কথাটি বোলো, বোলো

স্বপনে দোঁহে ছিনু কী মোহে জাগার বেলা হল
যাবার আগে শেষ কথাটি বোলো, বোলো
স্বপনে দোঁহে ছিনু কী মোহে জাগার বেলা হল



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link