Amar Sara Deho Kheyo Go Mati

আমার সারা দেহ খেয়ো গো মাটি, ও
এই চোখদুটো মাটি খেয়ো না
আমি মরে গেলেও তারে দেখার সাধ মিটবে না গো, মিটবে না
তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন, ভরবে না

আমার সারা দেহ খেয়ো গো মাটি, ও

ওরে, ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে
ওরে, ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে
যেন না পারে সে যেতে আমায় কোনোদিনও ছেড়ে
আমি এ জগতে তারে ছাড়া থাকবো না গো, থাকবো না
তারে একজনমে ভালোবেসে ভরবে না মন, ভরবে না

আমার সারা দেহ খেয়ো গো মাটি, ও

ওরে, এই না ভুবন ছাড়তে হবে দু'দিন আগে পরে
ওরে, এই না ভুবন ছাড়তে হবে দু'দিন আগে পরে
বিধি, একই সঙ্গে রেখো মোদের একই মাটির ঘরে
আমি ওই না ঘরে থাকতে একা পারবো না গো, পারবো না
তারে একজনমে ভালোবেসে ভরবে না মন, ভরবে না

আমার সারা দেহ খেয়ো গো মাটি, ও
এই চোখদুটো মাটি খেয়ো না
আমি মরে গেলেও তারে দেখার সাধ মিটবে না গো, মিটবে না
তারে একজনমে ভালোবেসে ভরবে না মন, ভরবে না

আমার সারা দেহ খেয়ো গো মাটি, ও



Credits
Writer(s): Prattay Barua
Lyrics powered by www.musixmatch.com

Link