Dadabhai (From "Haami 2")

তুই চলে যাস কেন রোজ
আকাশে প্লেন নিখোঁজ
মেঘ ডাকে সারাটা দিন
বিচ্ছিরি মন
ভুলে ভুলে যাস তুই
গায়ে পা দিয়ে শুই
না হলে ঘুম আসে না
রাত্তির এখন
তুই এলে পিগি ব্যাংকে
জমাবো রং

তুই ছাড়া দিন নয়কো রঙিন
গল্প বলায় তোকে চাই
মিস করি তাই
খুব কাছে চাই
আয় চলে আয় দাদাভাই

তুই ছাড়া দিন নয়কো রঙিন
গল্প বলায় তোকে চাই
মিস করি তাই
খুব কাছে চাই
আয় চলে আয় দাদাভাই

মন উড়ে যেতে ছটফট
ভেঁপুর ভাই চিনু পাইলট
রামধনু ছুঁয়ে ছুঁয়েই
আঁকবো sky line

উল্টো ভাষায় খেলে রোদ
ভেঁপুর আর চিনুর কোড
Proud হই তোকে দেখে
আমার আইনস্টাইন
তুই এলে পিগি ব্যাংকে
জমাবো রং

তুই ছাড়া দিন নয়তো রঙিন
গল্প বলায় তোকে চাই
মিস করি তাই
খুব কাছে চাই
আয় চলে আয় দাদাভাই

তুই ছাড়া দিন নয়তো রঙিন
গল্প বলায় তোকে চাই
মিস করি তাই
খুব কাছে চাই
আয় চলে আয় দাদাভাই

আয় চলে আয় দাদাভাই
আয় চলে আয় দাদাভাই



Credits
Writer(s): Anindya Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link