Shunoyona

তুমি ছাড়া আমি যেন আমি নই
অন্য কেউ কিবা অন্য কোথাও
কত দূরে কেমন আছো তুমি
ওগো সুনয়না ওগো সুনয়না
কতদিন তোমায় দেখি না
তুমি ছাড়া আমি যেন একা গাংচিল
উড়ে দূরে সমুদ্র নীল

তুমি ছাড়া কেটে গেছে কত দুপুর
ভুলেছি তোমার বিষন্ন নুপুর
তুমি ছাড়া আমি এই শহরে
হাঁটছি কোথায় শেষ প্রহরে
কতদিন তোমায় দেখি না
তুমি ছাড়া আমি যেন একা গাংচিল
উড়ে দূরে সমুদ্র নীল

তুমি ছাড়া আমি যেন এক বহ্নি
পুড়ছি অনন্ত দিন রজনী
কত দূরে কেমন আছো তুমি
ওগো সুনয়না ওগো সুনয়না
কতদিন তোমায় দেখি না
তুমি ছাড়া আমি যেন একা গাংচিল
উড়ে দূরে সমুদ্র নীল
কতদিন তোমায় দেখি না
তুমি ছাড়া আমি যেন একা গাংচিল
উড়ে দূরে সমুদ্র নীল



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link