Moner Thikana

তোমার মনের ঠিকানাতে চিঠি লিখেছি গোপনে
তুমি পড়ে নিয়ো আদরে, রেখে দিয়ো খুব যতনে

এই মন তোমাকে চায়, শুধু তোমাকে চায়
তুমি বুঝেও কেন বোঝো না?
হারবো আমি, আবার বাসবো ভালো
যেন স্বপ্নগুলো অচেনা এলোমেলো
অচেনা এলোমেলো

তোমার মনের ঠিকানাতে চিঠি লিখেছি গোপনে
তুমি পড়ে নিয়ো আদরে, রেখে দিয়ো খুব যতনে

তুমি যদি চাও হবো ভোরের
আকাশের ওই শুকতারা
মিটিমিটি জ্বলবো, তোমাকে খুঁজে নিবো
হারাবো দু'জন মিলে মেঘেরই ভেলায়

জানিয়ে দেবো পৃথিবীকে
তুমি শুধু আমার

তোমার মনের ঠিকানাতে চিঠি লিখেছি গোপনে
তুমি পড়ে নিয়ো আদরে, রেখে দিয়ো খুব যতনে

তোমার চোখের মায়ায় পড়ে গেছি কখন
জানি না আমি, জানি না
ভালো লাগে না যে আর তুমিহীনা
একাকী এই আমার

জানিয়ে দেবো পৃথিবীকে
তুমি শুধু আমার

তোমার মনের ঠিকানাতে চিঠি লিখেছি গোপনে
তুমি পড়ে নিয়ো আদরে, রেখে দিয়ো খুব যতনে



Credits
Writer(s): Raaz Hridoy, Sajib Islam Sagor
Lyrics powered by www.musixmatch.com

Link