Sundori Komola...

ভালো কইরা বাজান গো দোতারা
সুন্দরী কমলা নাচে
ভালো কইরা বাজান গো দোতারা
সুন্দরী কমলা নাচে

সুন্দরী কমলা...
সুন্দরী কমলা, চরণে নূপুর
রিনিঝিনি কইরা বাজে রে

ভালো কইরা বাজান গো দোতারা
সুন্দরী কমলা নাচে

সুন্দরী কমলা, পরনে শাড়ি
আহা রইদে ঝলমল করে
সুন্দরী কমলা, পরনে শাড়ি
সুন্দরী কমলা, পরনে শাড়ি
আহা রইদে ঝলমল করে
সুন্দরী কমলা...
সুন্দরী কমলা, নাকে নোলক
টলমল কইরা দোলে রে

ভালো কইরা বাজান গো দোতারা
সুন্দরী কমলা নাচে
ভালো কইরা বাজান গো দোতারা
সুন্দরী কমলা নাচে

এ বাড়ি হইতে ও বাড়ি যায় রে
ঘাটা পাড়ে ঝিলমিল পানি রে
এ বাড়ি হইতে ও বাড়ি যায় রে
এ বাড়ি হইতে ও বাড়ি যায় রে
ঘাটা পাড়ে ঝিলমিল পানি রে
আমার ভিজিল, হায়
আমার ভিজিল জামাজোড়া
কন্যার ভিজিল শাড়ি রে

ভালো কইরা বাজান গো দোতারা
সুন্দরী কমলা নাচে
ভালো কইরা বাজান গো দোতারা
সুন্দরী কমলা নাচে

সুন্দরী কমলা...
সুন্দরী কমলা, চরণে নূপুর
রিনিঝিনি কইরা বাজে রে

ভালো কইরা বাজান গো দোতারা
সুন্দরী কমলা নাচে (আমার ভিজিল)
ভালো কইরা বাজান গো দোতারা (জামাজোড়া)
সুন্দরী কমলা নাচে (কন্যার ভিজিল শাড়ি রে)
ভালো কইরা বাজান গো দোতারা
সুন্দরী কমলা নাচে



Credits
Writer(s): Arnab Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link