Akangkha

গোধূলির ওই শেষ আলোয়
এসেছিলে তুমি
তোমার সাথে বেধেছি আমার
অস্তিত্ব
গোধূলির ওই শেষ আলোয়
এসেছিলে তুমি
তোমার সাথে বেধেছি আমার
অস্তিত্ব
ছুটতে গিয়ে ছুঁয়ে দেয়া
তোমার স্পর্শে হারিয়ে যাওয়া
তোমার ঐ চোখে চেয়ে
আমার গহীনে তলিয়ে যাওয়া
তোমায় নিয়ে স্বপ্ন দেখা
তোমারই পাশে হেঁটে যাওয়া
তোমার শত গল্প নিয়ে
আমারই বেচেঁ থাকা
কাক ডাকা এই নিঝুম ভোরে
হেঁটেছি মোরা দুহাত জড়িয়ে
কৃষ্ণচূড়ার শিকড়ে বসে
হারিয়ে গেছি আনমনে
তোমার হাতে হাত রেখে
আমার ভবিষ্যৎ সাজিয়ে
পৃথিবীটাকে পেছনে ফেলে
আমাদের এগিয়ে যাওয়া
তোমার পথে পথ চলা
তোমারই পাশে হেঁটে যাওয়া
তোমার শত গল্প নিয়ে
আমারই বেচেঁ থাকা
কোনো এক জোছনা রাতে
হারিয়ে গেলে মেঘের আড়ালে
আমাকে ফেলে একলা করে
নিলে সাথে আমার অস্তিত্বটাকে
তোমায় ছেড়ে একলা ভবে
হেরে যাওয়া প্রতি নিশ্বাসে
পৃথিবীর মায়া দুহাতে উড়িয়ে
বেচেঁ থাকি মৃত্যুর দিন গুনে
তোমার ফেলে যাওয়া পথে
আমার অস্তিত্ব মেলে
তোমার স্মৃতি আকড়ে ধরে
আমারই বেচেঁ থাকা



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link