Shornopotro

কষ্ট তো আমায় ভাবায়
নতুন গানে সুর মিলায়
আহত হতে পাই, অমায়িক এক সুখ

জানি পাবোনা তোমায়
পেলে কি বা আসে যায়
আঁধারে আমি, ভাসে তোমার হাসি মুখ

তুমি কেন না এলে
তোমার অভাব জাগে
প্রতি
রাতে
যখন তারা কাঁদে...

আকাঙ্ক্ষা তুমি আমার
আসক্তির এক উৎস হওয়ার
আমার, স্বর্ণপত্রের সুখ টানে
আকাঙ্ক্ষা তুমি আমার
আসক্তির এক উৎস হওয়ার
আমার, স্বর্ণপত্রের সুখ টানে

আসো না আবার আমায় তুমি কাদাও
লিখি গান, আমায় তুমি ভাবাও...

আসো না আবার আমায় কাদাও
লিখি গান, আমায় ভাবাও
খুঁজি তোমায় গানে, এ মন কি জানে?

কতক শতক গান শুনি
অজানা ঐ বিবেক বাণী
অনুভূতি সরল, তোমার মত করে।

স্বপ্ন
দেখি আমি
এখনও তোমায় নিয়ে
জেগে, থাকি, সারাটা রাত জুড়ে।

আকাঙ্ক্ষা তুমি আমার
আসক্তির এক উৎস হওয়ার
আমার, স্বর্ণপত্রের সুখ টানে
আকাঙ্ক্ষা তুমি আমার
আসক্তির এক উৎস হওয়ার
আমার, স্বর্ণপত্রের সুখ টানে



Credits
Writer(s): Kaushik Carl
Lyrics powered by www.musixmatch.com

Link