Keno Je Tumi Bojhona

কেন যে তুমি বোঝো না
তোমাকে ছাড়া ভালো লাগে না
কেন যে তুমি বোঝো না
তোমাকে ছাড়া ভালো লাগে না

বোঝো না কেন ভালোবাসা তুমি
দেখি তোমায় নিয়ে আশা কত
স্বপ্ন তোমায় নিয়ে সাজিয়েছি
চলো না সত্যি করি
আ... এসো না

কেন যে তুমি বোঝো না
তোমাকে ছাড়া ভালো লাগে না
কেন যে তুমি বোঝো না
তোমাকে ছাড়া ভালো লাগে না

ভাগ্য বলে হয় যদি কিছু
তবে তুমি রেখা
বোঝা যায় মনকে মন দিয়ে
চোখে যায় না সে তো দেখা

বলো করলে কী আজ মানবে যে তুমি
শুধু তোমার আমি

বোঝো না কেন ভালোবাসা তুমি
দেখি তোমায় নিয়ে আশা কত
স্বপ্ন তোমায় নিয়ে সাজিয়েছি
চলো না সত্যি করি
আ... এসো না

কেন যে তুমি বোঝো না
তোমাকে ছাড়া ভালো লাগে না
কেন যে তুমি বোঝো না
তোমাকে ছাড়া ভালো লাগে না



Credits
Writer(s): Arijit Saha
Lyrics powered by www.musixmatch.com

Link