Rajar Kobor

যখন রক্তাক্ত হয়ে পড়ে আছি
কোনো তৃতীয় বিশ্বের এক অচেনা দেওয়ালের ধারে
যখন রক্তাক্ত হয়ে পড়ে আছি
কোনো তৃতীয় বিশ্বের এক অচেনা দেওয়ালের ধারে
তখন তুমি শ্লেষ জড়ানো কণ্ঠস্বরে
এসে আমায় প্রশ্ন দিচ্ছো ছুঁড়ে

এ কেমন সাজ তোমার, নতুন নাটক নাকি?
এ কেমন সাজ তোমার, নতুন নাটক নাকি?

আমি অভ্যেসবশে শুধু হেসে যাবো
আসলে আসল নাটকে আমার অনেক যুদ্ধ বাকি
আমি অভ্যেসবশে শুধু হেসে যাবো
আসলে আসল নাটকে আমার অনেক যুদ্ধ বাকি

আমি আক্রান্ত, রক্তাক্ত, তার চেয়ে বেশি ক্ষুধার্ত
আমি আক্রান্ত, রক্তাক্ত, তার চেয়ে বেশি ক্ষুধার্ত
তৃষ্ণার জল ভেবে পান করেছি যা, সে যে বিষাক্ত
তৃষ্ণার জল ভেবে পান করেছি যা, সে যে বিষাক্ত

আজন্ম তৃষ্ণা মৃত্যু আনবে শরীরে
আমার মনন মিশে যাবে ভাঙ্গা দুর্গের চূর্ণ প্রাচীরে
আজন্ম তৃষ্ণা মৃত্যু আনবে শরীরে
আমার মনন মিশে যাবে ভাঙ্গা দুর্গের চূর্ণ প্রাচীরে

সমাধি গড়ো না যেন, সমাধি গড়ো না যেন
সমাধি গড়ো না যেন, সমাধি গড়ো না যেন
সমাধি গড়ো না যেন, সমাধি গড়ো না যেন
সমাধি গড়ো না যেন, সমাধি গড়ো না যেন

আমি সেই রাজা যার কবর হয় না কখনো
আমি সেই রাজা যার কবর হয় না কখনো
আমি সেই রাজা যার কবর হয় না কখনো
আমি সেই রাজা যার কবর হয় না কখনো
আমি সেই রাজা যার কবর হয় না কখনো
আমি সেই রাজা যার কবর হয় না কখনো



Credits
Writer(s): Durbadal Biswas
Lyrics powered by www.musixmatch.com

Link