Miche Maya (feat. Raaz Hridoy)

তোমার খোলা চুল দেখে হয়েছি ব্যাকুল
মন হারিয়েছে কোন অজানায়
প্রথম প্রেমেই আমি পড়ে গেছি দেখে তোমায়
তোমার ভাবনা ঘিরেছে আমায়

তুমি হঠাৎ এলে জীবনে
চলে গেলে আবার না বলে
মিছে মায়া বেঁধে দিয়ে মোর
চলে গেলে দূরে

মনে পড়ে কি সেই দিনের কথা
বলেছিলে আমায় ভালোবাসো
হাতে হাত রেখে চলবে সারা জীবন
সবই যে আজ মিথ্যে হলো

তুমি হঠাৎ এলে জীবনে
চলে গেলে আবার না বলে
মিছে মায়া বেঁধে দিয়ে মোর
চলে গেলে দূরে

কোথায় তুমি হারালে
মনে পড়ে শুধু যে তোমায়
কী ভুল ছিলো যে আমার
বলে যেতে যদি একবার

তুমি হঠাৎ এলে জীবনে
চলে গেলে আবার না বলে
মিছে মায়া বেঁধে দিয়ে মোর
চলে গেলে দূরে



Credits
Writer(s): Raaz Hridoy
Lyrics powered by www.musixmatch.com

Link