Jago Jogmaya

জাগো, জাগো
জাগো যোগমায়া, জাগো মৃন্ময়ী চিন্ময়ী রূপে, জাগো
তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে "মা গো"
জাগো, জাগো

বরষ বরষ বৃথা কেঁদে যাই
বৃথাই মা তোর আগমনী গাই
বরষ বরষ বৃথা কেঁদে যাই
বৃথাই মা তোর আগমনী গাই
সেই কবে মা গো আসিলি ত্রেতায়
সেই কবে মা গো আসিলি ত্রেতায়, আর তো আসিলি না গো

জাগো, জাগো

কোটি নয়নের নীলপদ্ম, মা, ছিঁড়িয়া দিলাম চরণে তোর
জাগিলি না তুই, এলি না ধরায়, মা কবে হয় হেন কঠোর
কোটি নয়নের নীলপদ্ম, মা, ছিঁড়িয়া দিলাম চরণে তোর
জাগিলি না তুই, এলি না ধরায়, মা কবে হয় হেন কঠোর

দশভুজে দশ প্রহরণ ধরি
আয় মা দশ দিক আলো করি
দশ হাতে আন কল্যাণ ভরি
দশ হাতে আন কল্যাণ ভরি নিশীথ শেষের ঊষা গো

জাগো, জাগো
জাগো যোগমায়া, জাগো মৃন্ময়ী চিন্ময়ী রূপে, জাগো
তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে "মা গো"
জাগো, জাগো



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link