Badol Diner Prothom

বাদল-দিনের প্রথম কদম ফুল করেছ দান
আমি দিতে এসেছি শ্রাবণের গান
বাদল-দিনের প্রথম কদম ফুল করেছ দান
বাদল-দিনের প্রথম কদম ফুল করেছ দান

মেঘের ছায়ায় অন্ধকারে রেখেছি ঢেকে তারে
এই যে আমার সুরের ক্ষেতের প্রথম সোনার ধান

বাদল-দিনের প্রথম কদম ফুল করেছ দান
বাদল-দিনের প্রথম কদম ফুল করেছ দান

আজ এনে দিলে, হয়তো দিবে না কাল
রিক্ত হবে যে তোমার ফুলের ডাল
আজ এনে দিলে, হয়তো দিবে না কাল
রিক্ত হবে যে তোমার ফুলের ডাল

এ গান আমার শ্রাবণে শ্রাবণে
তব বিস্মৃতিস্রোতের প্লাবনে
এ গান আমার শ্রাবণে শ্রাবণে
তব বিস্মৃতিস্রোতের প্লাবনে
ফিরিয়া ফিরিয়া আসিবে তরণী
ফিরিয়া ফিরিয়া আসিবে তরণী
বহি তব সম্মান

বাদল-দিনের প্রথম কদম ফুল করেছ দান
বাদল-দিনের প্রথম কদম ফুল করেছ দান
আমি দিতে এসেছি শ্রাবণের গান
বাদল-দিনের প্রথম কদম ফুল করেছ দান
বাদল-দিনের প্রথম কদম ফুল করেছ দান



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link