ami tumi eki

তুমি যদি বৈশাখ, আমি লাল শাড়ি
দেখে দেখে আমি শুধু ভাবি
কীভাবে তুমি আমারি
দেখ না, আমি-তুমি একই

তুমি যদি বৈশাখ, আমি লাল শাড়ি
দেখে দেখে আমি শুধু ভাবি
কীভাবে তুমি আমারি
দেখ না, আমি-তুমি একই

আমি-তুমি একই
কেন বোঝো না
যখন একসাথে থাকি
তোমার সুরে সুর মিলিয়ে গাই আমি

ছুটে যাই, ছুটে যাই, ছুটে যাই
কোনো কথা নেই, তোমায় চাই
আটকিয়ে রেখেছ আমায়, হায়

যখন তোমার একা একা
লাগে, বলো আমায়
তোমার সুখ
আমার সুখ
তুমি যা, আমি তাই

তুমি যদি বৈশাখ, আমি লাল শাড়ি
দেখে দেখে আমি শুধু ভাবি
কীভাবে তুমি আমারি
দেখ না, আমি-তুমি একই

তুমি যদি বৈশাখ, আমি লাল শাড়ি
দেখে দেখে আমি শুধু ভাবি
কীভাবে তুমি আমারি
দেখ না, আমি-তুমি একই

তুমি সুন্দর, তা জানো কি?
না কি বলব আবার
কীভাবে তোমার প্রেমে পড়েছি
এক দেখায় (দেখায়)

ছুটে যাই, ছুটে যাই, ছুটে যাই
কোনো কথা নেই, তোমায় চাই
আটকিয়ে রেখেছ আমায়, হায়

যখন তোমার একা একা
লাগে, বলো আমায়
তোমার সুখ
আমার সুখ
তুমি যা, আমি তাই

তুমি যদি বৈশাখ, আমি লাল শাড়ি
দেখে দেখে আমি শুধু ভাবি
কীভাবে তুমি আমারি
দেখ না, আমি-তুমি একই

তুমি যদি বৈশাখ, আমি লাল শাড়ি
দেখে দেখে আমি শুধু ভাবি
কীভাবে তুমি আমারি
দেখ না, আমি-তুমি একই



Credits
Writer(s): Barney Sku
Lyrics powered by www.musixmatch.com

Link