Kon Ek Pakhi

আমার ঘরে কোন এক পাখি
বসত করে যায়
ধরতে গেলে দেয়না ধরা
করি কি উপায়

আঁখির কোনে পাখির বাসা
নীড়ে থাকে এই মোর আশা
পাখি ফিরে যেন চায় ।।

আমার ঘরে কোন এক পাখি
বসত করে যায়
ধরতে গেলে দেয়না ধরা
করি কি উপায়

আশা ছিল মনে মনে
বাঁধবো বাসা ঘরের কোনে
আমার আশার মুখে ছাই ।।
আমায় ছেড়ে পাখি যেন
কখনো না যায়



Credits
Writer(s): Paban Das Baul, Sam Zaman
Lyrics powered by www.musixmatch.com

Link