Aji Kon Dhon Hote

আজি কোন ধন হতে বিশ্বে আমারে
কোন জনে করে বঞ্চিত
তব চরণ-কমল-রতন-রেণুকা
অন্তরে আছে সঞ্চিত
আজি কোন ধন হতে বিশ্বে আমারে
কোন জনে করে বঞ্চিত

কত নিঠুর কঠোর দরশে ঘরষে
মর্মমাঝারে শল্য বরষে
নিঠুর কঠোর দরশে ঘরষে
মর্মমাঝারে শল্য বরষে
তবু প্রাণ মন পীযূষপরশে
পলে পলে পুলকাঞ্চিত

আজি কোন ধন হতে বিশ্বে আমারে
কোন জনে করে বঞ্চিত

আজি কিসের পিপাসা মিটিল না
ওগো, পরম পরানবল্লভ!
চিতে চিরসুধা করে সঞ্চার তব
সকরুণ করপল্লব
আজি কিসের পিপাসা মিটিল না
ওগো, পরম পরানবল্লভ
চিতে চিরসুধা করে সঞ্চার তব
সকরুণ করপল্লব

নাথ, যার যাহা আছে তার তাই থাক
আমি থাকি চিরলাঞ্ছিত
শুধু তুমি এ জীবনে নয়নে নয়নে
থাকো থাকো চিরবাঞ্ছিত

আজি কোন ধন হতে বিশ্বে আমারে
কোন জনে করে বঞ্চিত
তব চরণ-কমল-রতন-রেণুকা
অন্তরে আছে সঞ্চিত
আজি কোন ধন হতে বিশ্বে আমারে
কোন জনে করে বঞ্চিত



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link