Science Achhe (From "Haami 2)

সূর্য্যি মামার আছে না কি মন?
মাছেদের হয় কি মন খারাপ?
গাছের পাতা আলাদা সবজন
পাখির ডিমে কেমন লাগে তাপ?

পিঁপড়ে কথা বলে কোন ভাষায়?
হাঁটছে যেন পল্টনেরই সারি
তারাদের কি কারেন্ট যায় বাসায়?
মশাদের কি লাগে মশারি?

কেমন করে ঘটছে অত কিম
চোখ লাগিয়ে দেখ না ভীতুর ডিম!

এ এক আজব খুড়োর কল
মাটির ভিতর অবাক জল
খুঁড়ে দেখলে সবার ভিতর জেনো
Science আছে

এ এক আজব খুড়োর কল
মাটির ভিতর অবাক জল
খুঁড়ে দেখলে সবার ভিতর জেনো
Science আছে

সবুজ গাছে science আছে
ময়ূর নাচে science আছে
রঙিন মাছে science আছে
হওয়ার touch-এ science আছে

খুঁড়ে দেখলে সবার ভিতর জেনো
Science আছে

ছোট মাছ কি training নেয় সাঁতারে?
লঙ্কা খেলে ঝাল লাগে কি পাখির?
পেঙ্গুইনের হয় কি সর্দি-গর্মি?
Science জানে হদিস টুকিটাকির

কেমন করে ঘটছে অত কিম
চোখ লাগিয়ে দেখ না ভীতুর ডিম!

এ এক আজব খুড়োর কল
মাটির ভিতর অবাক জল
খুঁড়ে দেখলে সবার ভিতর জেনো
Science আছে

এ এক আজব খুড়োর কল
মাটির ভিতর অবাক জল
খুঁড়ে দেখলে সবার ভিতর জেনো
Science আছে

সবুজ গাছে science আছে
ময়ূর নাচে science আছে
রঙিন মাছে science আছে
হওয়ার touch-এ science আছে



Credits
Writer(s): Anindya Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link