Miss You Kolkata

সাড়ে ১৫ টা বছর গেল কেটে
Bollywood থেকে America ঘুরে
বিদেশি ভাষার গানে সুরে সুরে
ঘরছাড়া কত নতুন পথে হেঁটে

কত কী শিখেছি, আরও কত আছে বাকি
এই competition, tension
আর কাজের চাপের মাঝে বারবার
স্মৃতিগুলি আজ করে কেন ডাকাডাকি?

আমি pasta-pizza খাই, সারা পৃথিবী ঘুরে বেড়াই
হিন্দিতে দুটি সুর করি, খাঁটি Western গান গাই
আমি বিদেশেরই খাই-পরি, তবু এই প্রার্থনা করি
মোর কলকাতাতেই জন্ম, যেন কলকাতাতেই মরি

Born and raised in Kolkata
যেন ছবির মতো পড়ছে মনে
হঠাৎ কেন যে আজ এইখানে
ছোটোবেলাকার ডায়েরির যত পাতা

জন্মস্মৃতি সবই মোর কলকাতা
School, college, education
প্রথম infatuation
Love you and miss you, Kolkata

এ ক'টি বছরে কত কী বদলে গেছে
Coffee House-এর আড্ডা নাহয়
Café Coffee Day-তে আজ বসে হয়
ঘ্রাণটা কিন্তু একইরকম আছে

Shopping mall-এর চারিদিকে যেন মেলা
New Market new আর নেই
Old হয়ে গেছে, তবু বলো সেই
Lindsay-'র গলি কখনো যায় কি ভোলা

আজও বিশাল traffic jam, সেই বাসের ভিড়ের ঘাম
খাবারটা আজও সব থেকে সেরা, শুধু বেড়ে গেছে দাম
সেই দূষণ, ধুলোবালি, সেই diesel-ধোঁয়ার কালি
আজ মিছিল তো কাল বাংলাবন্ধে রাস্তা-বাজার খালি

তবু কীসের টানে যে এখন, মনে পড়ে কলকাতা যখন
কলকাতাই জীবন, বাকি পৃথিবীটা তুচ্ছ বোধহয় তখন
সেখানেই পড়ে থাকে প্রাণ, সেখানেই মানসম্মান
আজ তাই তো দেখো না সবশেষে আমি ধরেছি বাংলা গান

Born and raised in Kolkata (miss you, Kolkata)
যেন ছবির মতো পড়ছে মনে
হঠাৎ কেন যে আজ এইখানে
ছোটোবেলাকার ডায়েরির যত পাতা (miss you, Kolkata)

জন্মস্মৃতি সবই মোর কলকাতা (miss you, Kolkata)
School, college, education
প্রথম infatuation
Love you and miss you, Kolkata (miss you, Kolkata)

Born and raised in Kolkata (miss you, Kolkata)
যেন ছবির মতো পড়ছে মনে
হঠাৎ কেন যে আজ এইখানে
ছোটোবেলাকার ডায়েরির যত পাতা (miss you, Kolkata)

জন্মস্মৃতি সবই মোর কলকাতা (miss you, Kolkata)
School, college, education
প্রথম infatuation
Love you and miss you, Kolkata (miss you, Kolkata)



Credits
Writer(s): Rajesh Roy
Lyrics powered by www.musixmatch.com

Link