Tomra Bhikkha Dao

তোমরা ভিক্ষা দাও
দেশবাসী, তোমরা ভিক্ষা দাও আমায়
তোমরা ভিক্ষা দাও
দেশবাসী, তোমরা ভিক্ষা দাও আমায়

হায় রে, পেটের ক্ষুধায়
জ্বলে মরি আমরা অসহায় এই দুনিয়ায়
ভিক্ষা দাও আমায়

তোমরা ভিক্ষা দাও
দেশবাসী, তোমরা ভিক্ষা দাও আমায়

ক্ষুধার জ্বালায় দ্বারে দ্বারে
ভিক্ষা করি ঘুরে ঘুরে গো
ক্ষুধার জ্বালায় দ্বারে দ্বারে
ভিক্ষা করি ঘুরে ঘুরে গো

মোরা জনমদুঃখী
কপালপোড়া, মাগো, দুঃখে দুঃখে জনম যায়
ভিক্ষা দাও আমায়

তোমরা ভিক্ষা দাও
দেশবাসী, তোমরা ভিক্ষা দাও আমায়

পিতা-মাতা সব ছেড়েছি
অন্ধ স্বামীর হাত ধরেছি গো
পিতা-মাতা সব ছেড়েছি
অন্ধ স্বামীর হাত ধরেছি গো

স্বামী অন্ধ হইলো
রাজার কন্যা হইলো ভিখারিনি অসহায়
ভিক্ষা দাও আমায়

তোমরা ভিক্ষা দাও
দেশবাসী, তোমরা ভিক্ষা দাও আমায়

হায় রে, পেটের ক্ষুধায়
জ্বলে মরি আমরা অসহায় এই দুনিয়ায়
ভিক্ষা দাও আমায়

তোমরা ভিক্ষা দাও
দেশবাসী, তোমরা ভিক্ষা দাও আমায়
তোমরা ভিক্ষা দাও
দেশবাসী, তোমরা ভিক্ষা দাও আমায়



Credits
Writer(s): Sabyasachi, Bhadra Ashok
Lyrics powered by www.musixmatch.com

Link