Prem Holo

প্রেম হলো mysterious
না যদি হও serious
তবে সব ফাঁকি, ধরা পড়ে যাবে
তুমি একদিন প্রেমিকা হারাবে

প্রেম হলো mysterious
না যদি হও serious
তবে সব ফাঁকি, ধরা পড়ে যাবে
তুমি একদিন প্রেমিকা হারাবে

প্রেমের ওই রাজবেশে এতটুকু জোড়াতালি চলে না
প্রেমের ডালিম গাছে বিষ ধুতুরা ফল ফলে না
প্রেমের ওই রাজবেশে এতটুকু জোড়াতালি চলে না
প্রেমের ডালিম গাছে বিষ ধুতুরা ফল ফলে না
প্রেমেতে ঝাঁপ দিয়ে মরলে তো জীবন পাবে
প্রেমের এ ধুলো বুঝি সোনা হয়ে যাবে

প্রেম হলো mysterious
না যদি হও serious
তবে সব ফাঁকি, ধরা পড়ে যাবে
তুমি একদিন প্রেমিকা হারাবে

তাই বলি ভালোবেসে কোনোদিন অবহেলা কোরো না
দু'হাতে জড়িয়ে ধরো, আলগোছে এই হাত ধোরো না
ও, তাই বলি ভালোবেসে কোনোদিন অবহেলা কোরো না
দু'হাতে জড়িয়ে ধরো, আলগোছে এই হাত ধোরো না
প্রেমের এ নিক্তিতে যতটা ওজন চাপাবে
জেনো গো সেই মাপে প্রেম তুমি ফিরে পাবে

প্রেম হলো mysterious
না যদি হও serious
তবে সব ফাঁকি, ধরা পড়ে যাবে
তুমি একদিন প্রেমিকা হারাবে

প্রেম হলো mysterious
না যদি হও serious
তবে সব ফাঁকি, ধরা পড়ে যাবে
তুমি একদিন প্রেমিকা হারাবে



Credits
Writer(s): Saha Ratan, Bedajna Subhayu
Lyrics powered by www.musixmatch.com

Link