Nacho Nacho

এই দুনিয়ায় বাঁচতে হলে বাঁচার মতো বাঁচো
এই দুনিয়ায় বাঁচতে হলে বাঁচার মতো বাঁচো
গাইছি আমি, নাচো সবাই, গানের সাথে নাচো

নাচো, নাচো, নাচো, নাচো
নাচো, নাচো, নাচো, নাচো
নাচো, নাচো, নাচো, নাচো

গোমড়া মুখে থাকবে না কেউ, রামগরুড়ের ছানা
খুশি হলে নাচতে পারো, নেই শাস্ত্রে মানা
গোমড়া মুখে থাকবে না কেউ, রামগরুড়ের ছানা
খুশি হলে নাচতে পারো, নেই শাস্ত্রে মানা
দেখবে মনে...
দেখবে মনে লাগবে না আর দুঃখ-ব্যথার আঁচও

নাচো, নাচো, নাচো, নাচো
নাচো, নাচো, নাচো, নাচো
নাচো, নাচো, নাচো, নাচো

হাসির সাথে প্রাণের আছে সুক্ষ্ম সুতোর টান
কথার সাথে তেমনি বাঁধা মিষ্টি সুরের গান
হাসির সাথে প্রাণের আছে সুক্ষ্ম সুতোর টান
কথার সাথে তেমনি বাঁধা মিষ্টি সুরের গান
লাগলে ভালো...
লাগলে ভালো হাত তুলে ভাই নাচো, সবাই নাচো

নাচো, নাচো, নাচো, নাচো
নাচো, নাচো, নাচো, নাচো
নাচো, নাচো, নাচো, নাচো

এই দুনিয়ায় বাঁচতে হলে বাঁচার মত বাঁচো
গাইছি আমি, নাচো সবাই, গানের সাথে নাচো

নাচো, নাচো, নাচো, নাচো
নাচো, নাচো, নাচো, নাচো



Credits
Writer(s): Bandyopadhyay Shibdas, Kumar Chakrabartty Tapan
Lyrics powered by www.musixmatch.com

Link