Kacher Deyal

ভালোবাসারই কাঁচের দেয়ালে
আলপনা চাই না আঁকতে
ভালোবাসারই কাচের দেয়ালে
আলপনা চাই না আঁকতে

সুখেরই নীলিমা সাজিয়ে আমি
চাই সেখানে শুধু তোমাকে রাখতে

ভালোবাসারই কাঁচের দেয়ালে
আলপনা চাই না আঁকতে

যতদিন সূর্য পৃথিবীর থাকবে
তারও বেশি তুমি এ বুকে রবে
যতদিন সূর্য পৃথিবীর থাকবে
তারও বেশি তুমি এ বুকে রবে

স্বর্গকে পেতে যে তোমাকে প্রয়োজন
তাই তো তোমারই চাই থাকতে

ভালোবাসারই কাঁচের দেয়ালে
আলপনা চাই না আঁকতে

মরুকে আমি সাগরে ভাসাবো
দুঃখকে আমি একে একে ভুলবো
মরুকে আমি সাগরে ভাসাবো
দুঃখকে আমি একে একে ভুলবো

তাই তো তোমাকে আজ এই মন চেয়েছে
আশার ছোঁয়াতে সে বাঁধতে

ভালোবাসারই কাঁচের দেয়ালে
আলপনা চাই না আঁকতে

সুখেরই নীলিমা সাজিয়ে আমি
চাই সেখানে শুধু তোমাকে রাখতে

ভালোবাসারই কাঁচের দেয়ালে
আলপনা চাই না আঁকতে
ভালোবাসারই কাঁচের দেয়ালে
আলপনা চাই না আঁকতে



Credits
Writer(s): Hm Lipu, Pranab Ghosh
Lyrics powered by www.musixmatch.com

Link