Hariye Fela Bhalobasha

আলতো ছোঁয়ায় চোখের চাওয়ায়
পাওয়া না পাওয়ার কি যে নেশা
সেই স্মৃতিটাই আজও হাতরাই
হারিয়ে ফেলা ভালোবাসা
আলতো ছোঁয়ায় চোখের চাওয়ায়
পাওয়া না পাওয়ার কি যে নেশা
সেই স্মৃতিটাই আজও হাতরাই
হারিয়ে ফেলা ভালোবাসা
বোঝনা, খোঁজোনা
দেখোনা হৃদয়ে
কী যে ব্যথা আকুলতা
এ ভাবে, কে ভাবে
কে কবে যে প্রণয়ে
বেঁধে তোমায় পেলো ব্যথা
সেই স্পর্শের গভীরতায় যে ভাষা
তুমি বোঝো কি বোঝোনা এই হতাশা
আলতো ছোঁয়ায় চোখের চাওয়ায়
পাওয়া না পাওয়ার কি যে নেশা
সেই স্মৃতিটাই আজও হাতরাই
হারিয়ে ফেলা ভালোবাসা
আলতো ছোঁয়ায় চোখের চাওয়ায়
পাওয়া না পাওয়ার কি যে নেশা
সেই স্মৃতিটাই আজও হাতরাই
হারিয়ে ফেলা ভালোবাসা
ভাবো না, যাবে না
তবুও তো ভোলা
কেটে যাবে জীবন একা
পাবো না, কভুনা
হবে না তো বলা
বুকে কতো কষ্ট রাখা
এই অস্থিরও সময়ের বার্তা
তুমি শুনতে বলো পারো কি
না কি পারো না
আলতো ছোঁয়ায় চোখের চাওয়ায়
পাওয়া না পাওয়ার কি যে নেশা
সেই স্মৃতিটাই আজও হাতরাই
হারিয়ে ফেলা ভালোবাসা
আলতো ছোঁয়ায় চোখের চাওয়ায়
পাওয়া না পাওয়ার কি যে নেশা
সেই স্মৃতিটাই আজও হাতরাই
হারিয়ে ফেলা ভালোবাসা



Credits
Writer(s): Habib Wahid
Lyrics powered by www.musixmatch.com

Link