Jokhon Tumi Nai

চাঁদের দিকে চোখ যায় না
সাগরের ঢেউ আর শুনি না
কবিতাতে সুর বসে না
কড়া রোদে ছায়া খুঁজি না
শেষরাতেও ঘুম আসে না
সূর্যে আমার চোখ পোড়ে না
গল্পের বই ভাল্লাগে না
চিন্তাগুলোর জট খোলে না

(তুমি নাই)
যখন তুমি নাই
যখন তুমি নাই
যখন তুমি নাই
যখন তুমি নাই

গানের খাতায় ধূলো পড়ে
দমবন্ধ প্রতি রাতে
শুকনো আকাশ, বৃষ্টি চোখে
বিদায় আলো, আঁধার ডাকে
মস্তিষ্কে কান্না নাচে
তুষার ঝড় আগুনে পোড়ে
ছয় তারে জং বাড়ে
শুন্যতাটাই জাপটে ধরে

(তুমি নাই)
যখন তুমি নাই
যখন তুমি নাই
যখন তুমি নাই
যখন তুমি নাই

আঁধার রাতে পথ হারালে আমার এই হাতটা ধরবে কে?
হতাশায় চোখ ঝাপসা হলে আমার এই চোখ মুছে দেবে কে?
আমার এই শরীর আজ বরফে পুড়ে হয়ে যাচ্ছে যে ছাই!

যখন তুমি নাই
যখন তুমি নাই
যখন তুমি নাই
যখন তুমি নাই

(তুমি নাই)
যখন তুমি নাই
যখন তুমি নাই
যখন তুমি নাই
যখন তুমি নাই

যখন তুমি নাই
যখন তুমি নাই
যখন তুমি নাই
যখন তুমি নাই



Credits
Writer(s): Saidus Salehin Khaled
Lyrics powered by www.musixmatch.com

Link