hariye jai

ঝুলে আছে ওই আশা
মন ভাঙ্গার ওই স্মৃতিতে
তোমাকে খুজে আবার
ভেজা চোখে এঁকে রাখি
আমারই সাথে কেন আজও তুমি হারিয়ে জাও?
আকাশে বাতাসে আজও তোমাকে খুজে পাই

কেন ভুলে যাব আমি?
শত শত অর্ধ রাতী
তোমারই তো খোঁজে আমি
আজও আমি একা রয়ই

যেও না যেও নাহ ওজে
আমি কেন বুঝিনা?

যেন তুমি দুরে থেকে রবে আমারই মনে কি আর?
ওই ভাবনা কে আশা দিয়ওনা যে আমার

চলো না
হারিয়ে যাই
হারিয়ে যাই
তোমায় নিয়ে

চলো না
হারিয়ে যাই
হারিয়ে যাই
তোমায় নিয়ে

বেদনা কি আমার সাথে রবে আবার?
অপরাধে মরে গেছি এই আবার
ওই আকাশে তোমাকে
ভাবে না আরোপ নিয়ে
করো না যে কন অভিমান
জানি না যে আমি কার
রবো তোমারই শিকার
বাসবে ভালো কখনও কি?

চলো না
হারিয়ে যাই
হারিয়ে যাই
তোমায় নিয়ে

চলো না
হারিয়ে যাই
দূর কন
অজানায়



Credits
Writer(s): Farhan Faiyaz
Lyrics powered by www.musixmatch.com

Link