Bondhe Pan Khaito (feat. Laila)

বন্ধে পান খাইতো/ বন্ধে গান গাইত
বন্ধে হাসি দিতো/ বন্ধে কথা কইতো
এখন পানও খায় না
গানও গায় না
বন্ধের কি হইলো।।

বন্ধে তেসরী চোখে
থাকতো চাইয়া
মুচকি হাসি দিতো দেখিয়া
এখন আড়ে আড়ে চায়/ আন্ধারে লুকায়
কী হইলরে
বন্ধের আমার কী হইলো!

বন্ধে নিশাকালে মালা গাঁথিয়া
চাইয়া রইতো কার লাগিয়া
এখন ফুল তুলে না
মালা গাথে না
কী দুঃখেরে বন্ধের আমার এই হইলো!

হায়গো, অঙ্গ জ্বলে তার লাগিয়া
নয়ন ঝুরে তারে ভাবিয়া
কিছু সইতে পারি না
কইতে পারি না
কী জালেরে বন্ধে আমায়
জড়াইলো।।



Credits
Writer(s): Bulbul Anam
Lyrics powered by www.musixmatch.com

Link