Rosik Chora (feat. Oyshee Fatima)

মনের ঘরে সিঁদ কাটিয়া সিন্দুক খুইলাছে
মনপাখিটা বসে চোরের খেলা দেখেছে
ও তারে কেমনে ধরি পায়ে পড়ি পুলিশ ডেকে দে
রসিকচোরা রঙ্গেরসে সবই নিয়েছে।

প্রেমের খাঁচায় বন্দি কইরা শিকল দিল পায়
মনের ঘরে তালা খুলে লুঠে নিয়ে যায়
ওরে ও মনচোরা (২) অন্তরা ফিরাইয়া দে
রসিকচোরা রঙ্গেভরা সবই নিয়েছে।

ও তার বাঁশির সুরে প্রেমের কলি ফুটলো আঙিনায়
ভ্রমর হইয়া কৃষ্ণ যেন পাংখা মেলে যায়
অল্প বয়সে প্রেম শিখাইছে তারে আইনা দে
রসিকচোরা রঙ্গেরসে সবই নিয়েছে।



Credits
Writer(s): Md Rashid
Lyrics powered by www.musixmatch.com

Link