Krishnokoli 02

রোদে দুপুরে ছাদে উঠোনে খুঁজি
ক্ষেতের ধারে নাকি পুকুরে পুছি
কানে আসে সেই হাসি, কথাকলি

সময়ের চাকা গেছে ঘুরে, তবু রেশ আছে মন জুড়ে
একই সুর, একই গান, একই সে মনের টান
আজও গল্পেতে তোমার কথাই বলে চলি

আজও কত কবিতায় তুমি রাজকন্যে
আজও পাখি গান গায় তোমারই জন্যে
কৃষ্ণকলি আজও তোমাকেই বলি

আজও বসে আছি সেই রাস্তাতে
যেখানে প্রথম দেখা বড় হতে
আজও ছুঁয়ে আছি সেই সুরটাতে
বেঁধেছিলে আমার মনের একতারাতে

মন জুড়ে কত প্রিয় ছবি আঁকা
বুকে ধরে সেই স্মৃতি আজও বেঁচে থাকা
কাছে ডাকে ফেলে আসা চেনা গলি (চেনা গলি)

সময়ের চাকা গেছে ঘুরে, তবু রেশ আছে মন জুড়ে
একই সুর, একই গান, একই সে মনের টান
আজও গল্পেতে তোমার কথাই বলে চলি

আজও কত কবিতায় তুমি রাজকন্যে
আজও পাখি গান গায় তোমারই জন্যে
আজও কত কবিতায় তুমি রাজকন্যে
আজও পাখি গান গায় তোমারই জন্যে
কৃষ্ণকলি আজও তোমাকেই বলি



Credits
Writer(s): Durbadal Biswas
Lyrics powered by www.musixmatch.com

Link