Debir moto Mukh (feat. Zahin Khan)

তোমার দেবীর মতো মুখ/ আমি দেখিতে উন্মুখ,
তোমার দীঘল কালো চুল /খোঁপায় রক্তজবা ফুল
আমি নিশি কেটে যায় /বন্ধু তোমার পাড়ায়
আমার হৃদয় কাঁদে হায় /তুমি দেখা দাও আমায়।
দাও দেখা আমায় তুমি, দাও দেখা আমায়...

তোমার নীল কালারের / কলেজ ইউনিফর্ম,
তোমার বদমেজাজি/ দেমাগী সেই ম্যাম,
আমি থরথর পায়ে / আছি যে দাঁড়ায়ে
তুমি বসো না কেনো / জানালার পাশটায়
আমার হৃদয় কাঁদে হায় /তুমি দেখা দাও আমায়।
দাও দেখা আমায় তুমি, দাও দেখা আমায়...

তোমার বাড়ির পাশের /নীল পুকুরের থল
আমি কত খেলাম/ ভয়ে ডুবে জল
আমি পিছু নিয়ে তোমার/ তাড়া খেলাম আবার
তুমি বিহনে ঘরে থাকা দায়
আমার হৃদয় কাঁদে হায় /তুমি দেখা দাও আমায়।
দাও দেখা আমায় তুমি, দাও দেখা আমায়

তোমার বিশাল দেহের/ দারোয়ান দাদা,
তোমার কাছে যেতে /মস্ত এক বাঁধা,
আমার প্রহর কাটে হায়/ তোমার অপেক্ষায়,
তুমি চুপটি করে শুধু /দেখা দাও আমায়৷
আমার হৃদয় কাঁদে হায় /তুমি দেখা দাও আমায়।
দাও দেখা আমায় তুমি, দাও দেখা আমায়



Credits
Writer(s): Rama Charan
Lyrics powered by www.musixmatch.com

Link