Moner Shorir Bhalo Nei - Version 01

মনের শরীর ভালো নেই তাই বকছে অযথাই
আর ভুলে গেছে ঘরে ফেরার গান
তাই আবার দেখা হবার আগে আপাতত অপেক্ষমান

মিথ্যে হলেও শুনতে ভালো
পাশ কাটিয়ে যেতে যেতে সহজে গভীর কবিতা
দৃষ্টি নিঝুম, সাথে পোড়া সিগারেট
একই রাস্তায় রাস্তায় ভেসে খোজে উড়ো চিঠিদের আবেগ

মনের শরীর ভালো নেই তাই বকছে অযথাই
আর ভুলে গেছে ঘরে ফেরার গান
মনের শরীর ভালো নেই তাই বকছে অযথাই
আর ভুলে গেছে ঘরে ফেরার গান
তাই আবার দেখা হবার আগে আপাতত অপেক্ষমান

ধুলো খেলা বেহাত হয়ে নির্মানাধীন ভবনটাকে
কাছে টেনে হাসছে সরলতায়
অরন্যের অপ্রতুলতায় দাড়ি চুলের জঙ্গলে
তার হারিয়ে গেছে দু'চোখ ভরা রোদ

মনের শরীর ভালো নেই তাই ভাঙছে অযথাই
আর টুকরোগুলো করছে অভিমান
মনের শরীর ভালো নেই তাই ভাঙছে অযথাই
আর টুকরোগুলো করছে অভিমান
তাই আবার দেখা হবার আগে আপাতত অপেক্ষমান

আবার চলো হাওয়ায় প্লাবন, রক্তজবার ছন্দপতন
ঠিক যেমনটা বসন্তের আগমন

মনের শরীর ভালো নেই তাই বকছে অযথাই
আর ভুলে গেছে ঘরে ফেরার গান
মনের শরীর ভালো নেই তাই ভাঙছে অযথাই
আর টুকরোগুলো করছে অভিমান
তাই আবার দেখা হবার আগে আপাতত অপেক্ষমান
তাই আবার দেখা হবার আগে আপাতত অপেক্ষমান



Credits
Writer(s): Asif Iqbal
Lyrics powered by www.musixmatch.com

Link