Mouri

দেখো বৃষ্টি নেমেছে (ময়ূরী, ময়ূরী)
ময়ূরী পেখম তুলেছে (ময়ূরী, ময়ূরী)
দেখো বৃষ্টি নেমেছে (ময়ূরী, ময়ূরী)
ময়ূরী পেখম তুলেছে (ময়ূরী, ময়ূরী)

দূর আকাশের রংধনু
চেনা রঙে রেঙেছে

তুমি কোথায় হারালে (ময়ূরী, ময়ূরী)
ময়ূরী, পেখমটা তুলে? (ময়ূরী, ময়ূরী)
তুমি কোথায় হারালে (ময়ূরী, ময়ূরী)
ময়ূরী, পেখমটা তুলে? (ময়ূরী, ময়ূরী)

দূর অজানার পথ ধরে
অচেনা পথ সাথী করে

জীবনে ক্ষণ বয়ে চলে (ময়ূরী, ময়ূরী)
শত ব্যথা নিয়ে বুকে (ময়ূরী, ময়ূরী)
জীবনে ক্ষণ বয়ে চলে (ময়ূরী, ময়ূরী)
শত ব্যথা নিয়ে বুকে (ময়ূরী, ময়ূরী)

ঝিরিঝিরি হাওয়া এসে
ক্লান্তি আমার নেয় কেড়ে

সুখের আশা নেই বলে (ময়ূরী, ময়ূরী)
ঢেউ ভাসাই অন্তরে (ময়ূরী, ময়ূরী)
সুখের আশা নেই বলে (ময়ূরী, ময়ূরী)
ঢেউ ভাসাই অন্তরে (ময়ূরী, ময়ূরী)

দেহেরই ওই পালকি চড়ে
আমিও যাবো দূরে উড়ে

দেখো বৃষ্টি নেমেছে
ময়ূরী পেখম তুলেছে
তুমি কোথায় হারালে
ময়ূরী, পেখমটা তুলে?
ময়ূরী, ময়ূরী, ময়ূরী

পাখিরা যেমন উড়ে চলে (ময়ূরী, ময়ূরী)
হাজারো দুখের স্মৃতি ভুলে (ময়ূরী, ময়ূরী)
পাখিরা যেমন উড়ে চলে (ময়ূরী, ময়ূরী)
হাজারো দুখের স্মৃতি ভুলে (ময়ূরী, ময়ূরী)

সীমানা পেরিয়ে শেষে
অচিন দেশে যাই মিশে

তুমিও কথা রাখোনি (ময়ূরী, ময়ূরী)
কখনো আপন ভাবোনি (ময়ূরী, ময়ূরী)
তুমিও কথা রাখোনি (ময়ূরী, ময়ূরী)
কখনো আপন ভাবোনি (ময়ূরী, ময়ূরী)

কী যেন কীসের ভুলে
একা রেখে চলে গেলে

দেখো বৃষ্টি নেমেছে (ময়ূরী, ময়ূরী)
ময়ূরী পেখম তুলেছে (ময়ূরী, ময়ূরী)
তুমি কোথায় হারালে? (ময়ূরী, ময়ূরী)
ময়ূরী পেখমটা তুলে (ময়ূরী, ময়ূরী)

ময়ূরী, ময়ূরী, ময়ূরী
ময়ূরী, ময়ূরী, ময়ূরী
ময়ূরী, ময়ূরী, ময়ূরী
ময়ূরী, ময়ূরী, ময়ূরী



Credits
Writer(s): Ayub Bachchu
Lyrics powered by www.musixmatch.com

Link