Ei Miche Duniya

এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন?
এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন?
হঠাৎ করে উঠবে বেজে!
হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বীণ!
এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন?
এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন?

এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে
একবারও ভাবনি হায় চলে যেতে হবে!
এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে
একবারও ভাবনি হায় চলে যেতে হবে!
কী হিসাব দেবে তুমি?
কী হিসাব দেবে তুমি শেষ বিচারের দিন?

এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন?
এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন?

নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে
দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে
নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে
দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে
তোমায় মনে রাখবে সবাই
তোমায় মনে রাখবে সবাই অল্প কিছু দিন!

এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন?
এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন?
হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বীণ!
এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন?
এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন?



Credits
Writer(s): Mohammad Saiem Al Hasan
Lyrics powered by www.musixmatch.com

Link