Bondho Janala

আরেকবার যেতে চাই রিমঝিমঝিম সুদূরপুর
অবাক রোদ ভেজা তপ্ত দুপুর
আরেকবার তোমাদের লাল নীল রং আনন্দে
একলা রাস্তায় এক চিলতে রোদ্দুর

সারা বেলা বন্ধ জানালা

যদি তোমাদের অনেক শব্দ আমার জানালায়
ছোট ছোট আনন্দের স্পর্শে আঙ্গুল রেখে যায়
যদি তোমাদের অনেক শব্দ আমার জানালায়
ছোট ছোট আনন্দের স্পর্শে আঙ্গুল রেখে যায়
যদি সহস্র শব্দের উৎসব থেমে যায়

সারা বেলা বন্ধ জানালা

যদি তোমাদের লাল নীল গল্প আমার শরীরে
কোনো একলা রাস্তায় অবাক ভ্রমণে
যদি তোমাদের লাল নীল গল্প আমার শরীরে
কোনো একলা রাস্তায় অবাক ভ্রমণে
যদি ইচ্ছের নীল রং আকাশ ছুঁয়ে যায়

সারা বেলা বন্ধ জানালা

আরেকবার যেতে চাই রিমঝিমঝিম সুদূরপুর
অবাক রোদ ভেজা তপ্ত দুপুর
আরেকবার তোমাদের লাল নীল রং আনন্দে
একলা রাস্তায় এক চিলতে রোদ্দুর

সারা বেলা বন্ধ জানালা



Credits
Writer(s): Ziaur Rahman, Shironamhin Shironamhin
Lyrics powered by www.musixmatch.com

Link