Priyo

তুমি আসলে কাছে বাতাস ছোটে
তুমি বাসলে ভালো আকাশ ফোটে

তুমি চাইলে ফুলে গন্ধ
তুমি চাইলে মৃদু মন্দ
তুমি রাখলে কিছু স্বপ্ন
চোখে চোখে খেলে ছন্দ

তুমি হাসলে হাসি তুমি কাঁদলে ভাসি মনেতে রেখো
জানো না জানো না প্রিয়
জানো না জানো না প্রিয় ।।

বাতাসে কি যে কি উড়ে
হৃদয়ে গল্প কে করে
সত্যি কি তাকে তুমি চেনো না
এই চোখে তার ছবি দেখো না

তুমি হাসলে হাসি তুমি কাঁদলে ভাসি মনেতে রেখো
জানো না জানো না প্রিয়
জানো না জানো না প্রিয় ।।

একাকি কত কি ভাবি
তোমাকে বলবো না সবই
একটু কি তুমি কথা দেবে না
সেই তুমি এই তুমি হবে না

তুমি হাসলে হাসি তুমি কাঁদলে ভাসি মনেতে রেখো
জানো না জানো না প্রিয়
জানো না জানো না প্রিয় ।।



Credits
Writer(s): Belal Khan, Shomeshwar Oli
Lyrics powered by www.musixmatch.com

Link