Esho Prem Esho

এসো প্রেম এসো চলে যাওয়ার আগে
তাকে ভালোবেসো আঁচড়ের দাগে
এসো প্রেম এসো চলে যাওয়ার আগে
তাকে ভালোবেসো আঁচড়ের দাগে
সে নয় বলবে না কথা
তুমি হবে তার আমি হবো শেষের কবিতা
তুমি হবে তার আমি হবো শেষের কবিতা
তুমি হবে তার আমি হবো শেষের কবিতা

এসো প্রেম এসো বিস্বাদ ঠোঁটে
পাট ভাঙ্গা শাড়ির বুনটে বুনটে
এসো প্রেম এসো বিস্বাদ ঠোঁটে
পাট ভাঙ্গা শাড়ির বুনটে বুনটে

সে নয় পড়লো না সেটা
তুমি হবে তার আমি হবো শেষের কবিতা
তুমি হবে তার আমি হবো শেষের কবিতা
তুমি হবে তার আমি হবো শেষের কবিতা

তুমি হবে শেখার
কিছু বেকার বাজে লেখার দোকানদার
আমি চিনে নিয়ে কিনে দেবো ঋণে ডোবা মাসকাবার
তুমি হবে শেখার
কিছু বেকার বাজে লেখার দোকানদার
আমি চিনে নিয়ে কিনে দেবো ঋণে ডোবা মাসকাবার

সেতো একইরকম থেকে যাবে
শুধু বদলে যাবে সব
এসো প্রেম এসো আলাপী আরামে
তবু তুমি এসো শুধু তারই নামে
এসো প্রেম এসো আলাপী আরামে
তবু তুমি এসো শুধু তারই নামে

সে নয় করবে না স্বীকার
তুমি হবে তার আমি হবো শেষের কবিতা
তুমি হবে তার আমি হবো শেষের কবিতা
তুমি হবে তার আমি হবো শেষের কবিতা



Credits
Writer(s): Saqi Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link